নির্বাচনী প্রচারণা ফেলে হঠাৎ নিউইয়র্কে কমলা, কিন্তু কেন?

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম

নর্থ ক্যারোলিনা রাজ্যে তারা টানা চতুর্থদিন প্রচারণা চালিয়েছেন ট্রাম্প এবং কমলা। তবে নির্বাচনী প্রচারণা ফেলে হঠাৎ করে শনিবার (২ নভেম্বর) নিউইয়র্কে ফিরেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। প্রচারণার সঙ্গে যুক্ত থাকা সাংবাদিকরাও তার সঙ্গে নিউইয়র্কে ফিরে এসেছেন। খবর রয়টার্সের।

জানা গেছে, মূলত ‘সাটারডে নাইট লাইভ’ টেলিভিশন অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি এ কাজ করেছেন। নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি কমলার প্রচারণা শিবির।

দুটি সূত্র জানিয়েছে, টেলিভিশন চ্যানেল এনবিসির সদরদপ্তরে জনপ্রিয় কমেডি শো অনুষ্ঠিত হবে। যেখানে কমলা হ্যারিস অংশ নিবেন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এটি প্রচারিত হবে।

মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের ‘সাটারডে নাই লাইভ’ অনুষ্ঠানে অংশ নেওয়া একটি আশ্চর্যজনক ঘটনা।

ট্রাম্পও প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ২০১৫ সালে এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এ কাজ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনাসহ সাত রাজ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শনিবার ডেস ময়নেস রেজিস্টারের করা এক জরিপে দেখা গেছে, আইওয়াতে কমলা একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। যেখানে গত দুইবার ট্রাম্প অনায়াসে জয় পায়।

AHA/FI
আরও পড়ুন