ট্রাম্পকে ভোট দিচ্ছেন আরব-আমেরিকানরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়। এই সময়ের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। তাদের একজন ইমাদ আসুফি। ডিয়ারব্রোনের বাসিন্দা এই আরব আমেরিকান জানিয়েছেন তিনি তার ভোটটি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আসুফি বলেছেন, শুধু তিনি নন অনেক আরব আমেরিকানই এবার জো বাইডেন আর কমলা হ্যারিসের ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কারণ তারা ফিলিস্তিনের গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করতে পারেননি। এ কারণে কমলাকে না দিয়ে ট্রাম্পকে ভোট দিচ্ছেন তারা।

এই আরব আমেরিকান সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, ‘আমাদের প্রতি তাদের সম্মান নেই। এই সম্মানের অভাবে আরব আমেরিকানরা রিপাবলিকানদের প্রতি ঝুঁকছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটিক (কমলার দল) পার্টির কাছে আমাদের উদ্বেগের কথা অনেকবার বলেছি। কিন্তু আমরা দেখলাম আমাদের কথা আসলে শোনা হচ্ছে না। আমরা আর এসব চাই না। আমরা শান্তি চাই।’

সূত্র: আলজাজিরা

MMS
আরও পড়ুন