জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:০৭ এএম

মার্কিন নাগরিকদের ফল নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে। ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে হয়েছে, চলছে গণনা। সে গণনাও শেষের পথে। ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ২৭০।

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫ ইলেক্টোরাল ভোট। বার্তা সংস্থা এপি এতথ্য জানিয়েছে। ফলে চূড়ান্ত জয়ের স্বাদ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন শুধু ঘোষণা বাকি। 

টেক্সাসে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অঙ্গরাজ্যটির ৪০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি।রিপাবলিকানদের জন্য টেক্সাস একটি বড় বিজয়। অঙ্গরাজ্যটি আগে থেকেই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ছিল।

ডেমোক্র‍্যাটিক দলের কমলা হ্যারিস ভার্মন্ট, ম্যাসাচুসেটস, নিউইর্য়ক, ইলিনয়ে ও রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কেন্টাকি-ইন্ডিয়ানা, ফ্লোরিডা,,লুইজিয়ানা, ক্যারোলাইনায়, পশ্চিম ভার্জিনিয়া এবং মিসিসিপিতে জয় পেয়েছেন। 

এদিকে নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে কারচুপির ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তবে তিনি কোথা থেকে কারচুপির তথ্য পেলেন সেটি নিশ্চিত নয়।

MB/FI
আরও পড়ুন