ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেক্সিকোতে পরিত্যক্ত পিকআপ থেকে ১১ মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি পরিত্যক্ত পিকআপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুই শিশুও রয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর চিলপানসিঙ্গোতে এ ঘটনাটি ঘটে। শহরটি সহিংসতায় বিপর্যস্ত বলে জানা গেছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা বলছেন, দক্ষিণ মেক্সিকোর একটি শহরে গাড়ির ভেতর থেকে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে। এই শহরের মেয়র গত মাসে দায়িত্ব নেন, দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই তাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) রাতে একটি পরিত্যক্ত পিকআপের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।

বিবিস’র প্রতিবেদন বলা হয়েছে, মৃতদেহ সম্বলিত ট্রাকটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছে। এই মহাসড়কটি এক সময় খুব বিখ্যাত ছিল, তবে এখন হত্যাকাণ্ডের স্থান হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক পাচারের হটস্পট হয়ে ওঠেছে।

শহরেটিতে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ বাস করেন এবং এই শহরটি দীর্ঘকাল ধরে আরডিলোস এবং তলাকোস নামে দুটি ড্রাগ গ্যাংয়ের মধ্যে সংঘাতে জর্জরিত হয়েছে।

এ ছাড়া মেক্সিকোতে গত ২ জুনের নির্বাচনের দৌড়ে থাকা কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন। 

সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারা দেশে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

AHA/FI
আরও পড়ুন