ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউক্রেন-রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে যুদ্ধ আরও তীব্র হবে

যুদ্ধ আরও তীব্র হবে আর তা তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ রুশ আইনপ্রণেতা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এ সিদ্ধান্ত ইউক্রেইনের যুদ্ধ আরও তীব্র হবে আর তা তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ রুশ আইনপ্রণেতা।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের বড় ধরনের নীতি পরিবর্তনের এই বিষয়টি সম্পর্কে জানেন এমন দুইজন মার্কিন কর্মকর্তা ও একটি সূত্র যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার কথা রোববার (১৭ নভেম্বর) প্রকাশ করেছেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিশাস টেলিগ্রাম অ্যাপে বলেছেন, পশ্চিমা সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেইন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবারফের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এটি।

প্রেসিডেন্ট ভিইলা দিমির পুতিন বলেছেন, নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে।

উল্লেখ্য, লকহিড মার্টিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যা ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম।

AHA/FI
আরও পড়ুন