ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের শপথ আজ, আমন্ত্রণ পেলেন যারা

অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হবে এবং  ট্রাম্প-ভ্যান্সের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। ঠাণ্ডা আবহাওয়ার কারণে প্রায় ৪০ বছর খোলা স্থানের পরিবর্তে ক্যাপিটল হিলের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান।

এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। শপথ নেওয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসবেন। এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হবে এবং ট্রাম্প-ভ্যান্সের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 

২০০ মিলিয়ন ডলার ব্যয়ে এ শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের ৭৮০০ সদস্যসহ ২৫ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। খবর এএফপি, সিএনএন, স্কাই নিউজ, আলজাজিরা, রয়টার্সের।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই দেশব্যাপী অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

শপথ অনুষ্ঠানে দাওয়াত পেলেন যারা

সাধারণত প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর রীতি নেই, তবে ট্রাম্প এই পুরোনো রীতি ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছেন।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকজন বিশ্বনেতাকে, যার মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও। কিন্তু চিনপিং নন, অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠাচ্ছে চীন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের কোনো ঊর্ধ্বতন নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শপথ নিতে দেখবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের সদস্য, বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও থাকবেন। এদিকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। 

তবে, অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম প্রথম সারিতে রয়েছে। মিলেই ইতোমধ্যেই তার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন। এর আগে, চলতি মাসের শুরুতে, মেলোনি ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে এক সফর করেছিলেন এবং ট্রাম্প তাকে ‘দুর্দান্ত নারী’ হিসেবে অভিহিত করেছিলেন। শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়, যদি কোনো বাধা না আসে।

এছাড়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। 

AA/KK
আরও পড়ুন