ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রে সাঁড়াশি অভিযান, ৫৩৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। একদিনে নথিপত্র নেই এমন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন শহরে অভিযান চালান অভিবাসন কর্মকর্তারা। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

গ্রেফতারের পরিসংখ্যান জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে কয়েকশ’ জনকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

ক্যারোলিন লিভিট বলেন, ‘ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে।’ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। একদিনে নথিপত্র নেই এমন ৫০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পরিসংখ্যান জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে কয়েকশ’ জনকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

ক্যারোলিন লিভিট বলেন, ‘ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে।’ 

Fj
আরও পড়ুন