ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি।
বৃহস্পতিবার (২০ মার্চ) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাধারণ সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন তিনি। প্রথম আফ্রিকান হিসেবে আইওসিকে নেতৃত্ব দেবেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাথলেট।
বৃহস্পতিবার গ্রিসে আইওসি'র নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন দুইবারের অলিম্পিকস সোনা জয়ী কভেন্ট্রি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের হুয়ান আন্তোনিও সামারা ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।
আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে ক্রিস্টি কভেন্ট্রি স্থলাভিষিক্ত হবেন টমাস বাখের, যিনি ২০১৩ সাল থেকে আইওসির সভাপতির দায়িত্বে ছিলেন। আইওসির দশম সভাপতির দায়িত্ব নেওয়া কভেন্ট্রি অন্তত আগামী আট বছরের জন্য এই পদে থাকবেন।
সাবেক অলিম্পিয়ান কভেন্ট্রি অংশ নিয়েছেন সিডনি ২০০০ থেকে টানা পাঁচ আসরে। এর মধ্যে ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ জেতেন ৩টি পদক, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি। দুটি সোনাই ছিল ২০০ মিটার ব্যাকস্ট্রোকে।
২০১৬ রিও অলিম্পিক খেলে যখন অবসর নেন, তখনো যৌথভাবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী নারী সাঁতারু ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি থেকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নেওয়া কভেন্ট্রি খেলার ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শেষ মুহূর্তে ভিনির গোলে ব্রাজিলের জয়