ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন্যা ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্র বিপর্যস্ত। ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা হওয়ায় ডুবছে নিউ জার্সি। এরইমধ্যে মারা গেছেন অন্তত দু’জন। দেশটিতে একদিকে যখন মানুষ বন্যায় ডুবছে, অন্যদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ছে প্রাণ-প্রকৃতি। এরইমধ্যে পুড়ে ছাই হয়েছে প্রায় চার হাজার একর বনভূমি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য আকস্মিক বন্যার কবলে পড়ে। এরইমধ্যে প্লেইনফিল্ড শহরে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

কিছু কিছু জায়গায় আড়াই ঘণ্টারও কম সময়ের মধ্যে ৬ ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ এরইমধ্যে জরুরি অবস্থা জারি করেছে।
 
একদিকে যখন বন্যায় ডুবছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অন্যদিকে আগ্রাসী দাবানলে পুড়ছে দেশটির ওরেগন ও কলোরাডো অঙ্গরাজ্য। 
 
এর মধ্যে পুড়ে গেছে কলোরাডোর কয়েক হাজার একর বনভূমি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকেও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

Raj
আরও পড়ুন