ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ের পিঁড়িতে বসছেন স্টিভ জবস কন্যা ‘ইভ’

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০১:০২ পিএম

প্রযুক্তি বিশ্বের কিংবদন্তী স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তটি নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার বিয়ের আসরের খবর ছড়িয়ে পড়েছে। এই খবর প্রযুক্তি এবং ফ্যাশন উভয় জগতেই আলোচনার জন্ম দিয়েছে।

বিয়ের পাত্র ব্রিটিশ অলিম্পিয়ান ও খ্যাতনামা ইকুয়েস্ট্রিয়ান হ্যারি চার্লস। রাজকীয় বিয়েতে খরচ হতে চলেছে ৬.৭ মিলিয়ন ডলার। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে তাদের প্রেম শুরু এবং সেখান থেকেই শুরু হয় এক রূপকথার গল্প।

কে ইভ জবস?

১৯৯৮ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্ম ইভের। স্টিভ জবসের চার সন্তানের মধ্যে তিনি সবচেয়ে ছোট। ইভ নিজেও একজন প্রশিক্ষিত ইকুয়েস্ট্রিয়ান এবং ২০২১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। একই সঙ্গে তিনি পেশাদার মডেল হিসেবেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন।

ইভ জবসের বর্তমান আনুমানিক সম্পত্তির পরিমাণ ১০ লাখ ডলারের মধ্যে, যা মূলত মডেলিং ও ইকুয়েস্ট্রিয়ান পেশা থেকে আয় করেছেন। তার বাবা স্টিভ জবসের মৃত্যুকালে সম্পদ ছিল ১০.২ বিলিয়ন ডলার। এ ছাড়া, সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড পার্টনারশিপ, স্পনসর্ড কনটেন্ট এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও প্রায় ৭০,০০০ থেকে ৯৫,০০০ ডলার পর্যন্ত আয় করেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৪ লাখ ৮ হাজারের বেশি।

কে হ্যারি চার্লস?

হ্যারি চার্লস (জন্ম ১৯৯৯) একজন ব্রিটিশ অলিম্পিয়ান শো জাম্পার, যিনি টোকিও ২০২০ অলিম্পিকসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার বাবা পিটার চার্লস ২০১২ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। অর্থাৎ হ্যারিও এক ইকুয়েস্ট্রিয়ান পরিবার থেকেই উঠে এসেছেন।

NB/AHA
আরও পড়ুন