ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাহমুদ আব্বাসসহ ৮০ জনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএলও ও ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) ৮০ জন কর্মকর্তার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে মার্কিন ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘শান্তি প্রচেষ্টা ব্যাহত’ এবং ‘একতরফা স্বীকৃতি চাওয়া’র অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ফিলিস্তিনি নেতৃত্ব বারবার আলোচনার পথ এড়িয়ে গেছেন এবং আন্তর্জাতিক আদালতে মামলা করে পরিস্থিতি আরও জটিল করেছেন। এতে জাতীয় নিরাপত্তা ও শান্তির স্বার্থে জবাবদিহি নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে গভীরভাবে দুঃখজনক ও বিস্ময়কর বলে আখ্যা দিয়েছে। অপরদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন পিএলও-র ওয়াশিংটন অফিস বন্ধ করে দেয়। ফিলিস্তিনিদের আন্তর্জাতিক আদালতে যাওয়াকে ‘আলোচনাবিরোধী’ পদক্ষেপ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

DR/AHA
আরও পড়ুন