ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিলিস্তিনি তিন সংস্থাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহায়তা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই তিন সংস্থা হলো

  • আল হক
  • আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস
  • প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের আওতায় এই সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

সম্প্রতি আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই আদেশ জারি করেছে।

রুবিও বলেন, এই সংস্থাগুলো সরাসরি আইসিসির তদন্ত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির অংশ নয়, তাই আমরা আইসিসির অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের বিরোধিতা করি।

এর কয়েকদিন আগে, ফিলিস্তিনের কর্মকর্তাদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ঠেকাতে তাদের ভিসাও বাতিল করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ইসরায়েল খুশি হলেও, মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, এই তিনটি সংস্থা আইসিসির রাজনৈতিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করেছে।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন বলেন, এরা শুধু ইসরায়েলের বিপক্ষে নয়, বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেও কাজ করেছে। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

অ্যামনেস্টির পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস বলেন, এটি ফিলিস্তিনি মানবাধিকার আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এই সংস্থাগুলো বহু বছর ধরে নিপীড়নের তথ্য সংগ্রহ করেছে। এখন যুক্তরাষ্ট্র এই সংস্থাগুলোকে শাস্তি দিয়ে ভুক্তভোগীদের বিচার পাওয়ার সম্ভাবনাই কেড়ে নিচ্ছে।

এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল। যেখানে মানবাধিকার প্রশ্নে আমেরিকা নিজেই অভিযুক্ত হচ্ছে পক্ষপাতদুষ্ট ভূমিকা নেওয়ার জন্য।

DR/SN
আরও পড়ুন