ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানালো জাতিসংঘ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রেক্ষাপটে হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বরাতে শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে হামাসের 'ইতিবাচক সাড়াকে' স্বাগত জানান।

এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ট্রাম্পের গাজা উপত্যকার জন্য যুদ্ধবিরতি পরিকল্পনার সঙ্গে 'নীতিগতভাবে' সম্মত হয়েছে, এর মূল রূপরেখা সমর্থন করেছে এবং আলোচনার ইঙ্গিত দিয়েছে।

ডুজারিক আরও জানান, মহাসচিব গুতেরেস কাতার এবং মিশরকে তাদের 'অমূল্য' মধ্যস্থতামূলক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আবারও অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি, এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের জন্য তার অবিচল আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

SN
আরও পড়ুন