যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়াতে ঘটে গেছে বড় ধরনের চুরি। মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে স্বর্ণের অলঙ্কারসহ এক হাজারের বেশি মূল্যবান নিদর্শন নিয়ে গেছে চোরের দল। নিখোঁজ হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নেটিভ আমেরিকান ঝুড়ি, হাতির দাঁতের খোদাই কাজ, পুরনো ফটোগ্রাফিক পদ্ধতির ছবি এবং কয়েকটি ল্যাপটপ।
চুরির ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর প্যারিসের ল্যুভর মিউজিয়ামে নেপোলিয়নের গয়না চুরি হওয়ার মাত্র চার দিন আগে। প্রায় দুই সপ্তাহ পর ঘটনাটি প্রকাশ্যে আসে এবং এখন এফবিআই ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
ওকল্যান্ড পুলিশ জানায়, ১৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন চোর মিউজিয়ামের ভবনে প্রবেশ করে সংগ্রহশালা থেকে মূল্যবান নিদর্শন চুরি করে পালিয়ে যায়। পুলিশ বলছে, চোরেরা মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে নির্দিষ্ট কিছু সংগ্রহ চিহ্নিত করে নিয়ে গেছে, যা পূর্বপরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়।
মিউজিয়ামের পরিচালক লরি ফোগার্টি বলেছেন, ‘এই চুরির ঘটনা আমাদের প্রদেশের জনগণকে সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বঞ্চিত করার এক নির্লজ্জ উদাহরণ। চুরি হওয়া নিদর্শনগুলো ফিরিয়ে আনতে আমরা ওকল্যান্ড সিটি, পুলিশ বিভাগ এবং এফবিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এখানে প্রায় ২০ লাখের বেশি শিল্পকর্ম, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক নমুনা সংরক্ষিত আছে।
চুরির মাত্র চার দিন পর ১৯ অক্টোবর প্যারিসের ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে ফরাসি রাজপরিবারের মূল্যবান গয়না চুরি হয়। ফরাসি পুলিশ ইতোমধ্যে সিসি ক্যামেরা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করেছে।
তদন্ত কর্মকর্তারা এখন ওকল্যান্ড ও ল্যুভর চুরির ঘটনার মধ্যে কোনো আন্তর্জাতিক অপরাধচক্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন।
সূত্র: এবিসি নিউজ
যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
ব্রিটিশ মিউজিয়াম থেকে প্রত্নসামগ্রী উধাও