ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্যারিসের ট্রেন স্টেশন থেকে ব্যাগ চুরি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ এএম

প্যারিসের গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশন থেকে অলিম্পিক গেমসের নিরাপত্তা পরিকল্পনাকারীর সংবেদনশীল তথ্য, একটি কম্পিউটার এবং দুটি ইউএসবি স্টিকসহ একটি ব্যাগ চুরি হয়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে।

প্যারিস সিটি প্রশাসনের একজন কর্মচারী জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটে। তার ব্যাগ চুরি হওয়ার পরদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, প্রথম ইউএসবি স্টিকে অলিম্পিক গেমসের সময় সব সড়ক এবং ট্র্যাফিকের জন্য নিরাপত্তা পরিকল্পনা ছিল। তবে দ্বিতীয় ইউএসবি স্টিকে কোনো নিরাপত্তা-সম্পর্কিত তথ্য ছিল না।

প্যারিস পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। প্রকৌশলী তার অভিযোগে বলেছেন যে চুরির বিষয়টি লক্ষ্য করার আগে তিনি তার ব্যাগটি সিটের উপরে একটি বগিতে রেখেছিলেন।

রিজিওনাল রোড সেফটি অথরিটি (এসআরটি) এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং গারে ডু নর্ডের নজরদারি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। শহর প্রশাসন ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমসে প্রায় ২ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করার পরিকল্পনা করছে।

IL/FI
আরও পড়ুন