২০২০ সালে ইহুদিবিদ্বেষ–সংক্রান্ত বক্তব্য ঘিরে দলে সদস্যপদ স্থগিত হয় জেরেমি করবিনের। সেই করবিনই সদ্য শেষ হওয়া যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। এবারই প্রথম তিনি লেবার পার্টির বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন।
২০১৯ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত করবিন লেবার পার্টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল করার পর তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সেই লেবার পার্টি গতকাল বৃহস্পতিবারের নির্বাচনে বিপুল জয় পেয়েছে।
নির্বাচনে জয়ের পর তার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করবিন বলেন, তাঁর এই জয়ের মাধ্যমে একটি ‘বার্তা ধ্বনিত’ হচ্ছে, তার আসনের মানুষ ‘ভিন্ন কিছু চায়’।
ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন দাবি করেছিল, করবিনের দায়িত্ব পালনকালে লেবার পার্টির মধ্যে সাম্যের নীতি ভেঙে পড়েছিল।
করবিন তখন বলেছিলেন, ‘রাজনৈতিক কারণে ইহুদিবিদ্বেষ’ নিয়ে নাটকীয় রকমের বাড়াবাড়ি করা হচ্ছিল।
