ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিজ্জর হত্যায় চার ভারতীয়র বিচার শুরু

খলিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করে ভারত। ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয়। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ এএম

খলিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়ের সরাসরি বিচার প্রক্রিয়া শুরু করেছে কানাডা। প্রাদেশিক আদালতের পরিবর্তে এবার বিচার হবে ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

গত ১৮ নভেম্বর ওই মামলায় প্রথম হাজিরা ছিল। ভার্চুয়ালি আদালতে হাজির করান হয়েছিল নিজ্জর-হত্যা মামলার আসামিদের। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি ওই মামলায় হাজিরার পরে শুনানির দিনক্ষণ নির্ধারিত হবে।

নিজ্জর-হত্যা মামলার আসামি চার আসামি হলেন, করণ ব্রার, কমলপ্রীত সিংহ, করণপ্রীত সিংহ এবং আমনদীপ সিংহ। তারা সবাই ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। এ বছরে একাধিক বার প্রাদেশিক আদালতে হাজির করান হয়েছে তাদের।

খলিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করে ভারত। ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয়। এর পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলে ট্রুডো সরকার। ট্রুডোর ওই অভিযোগের পর, প্রধানমন্ত্রী মোদী কানাডাকে পাল্টা দোষারোপ করেন খলিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য।

গত মাসে নিজ্জর-হত্যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত-কানাডা সম্পর্ক। নিজ্জর হত্যাকাণ্ডে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মার নাম আসার পর সঞ্জয়সহ কয়েক কূটনীতিককে দেশে ফিরিয়ে আনে ভারত। পাশাপাশি, কানাডার কয়েক কূটনীতিককে ভারত থেকে বহিস্কার করে দেশটির সরকার।

আরও পড়ুন