ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান বানালেন নেতানিয়াহু

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির ২৮ বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম

ইসরায়েলের পরবর্তী সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরের নাম ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।    

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালেয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হারজি হালেভি পদত্যাগের ঘোষণার প্রায় দুই সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর মেজর জেনারেল (অব.) ইয়াল জামির আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির ২৮ বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জামির ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির।

AHA
আরও পড়ুন