যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। ১৬ ঘণ্টা সেখানে থেকে নেমে আসার পর তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। খবর: বিবিসি, স্কাই নিউজ।
খালি পায়ে লোকটি শনিবার (৮ মার্চ) সকালে ওয়েস্টমিনিস্টার প্রাসাদে টাওয়ার বেয়ে উঠে কয়েক মিটার উপরে একটি কর্নারে চলে গিয়েছিলেন। ফায়ার ব্রিগেডের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামান।
রোববার (৯ মার্চ) পুলিশ জানিয়েছে, ‘শনিবার (৮ মার্চ) এ ঘটনা ঘটে। তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি। দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, ‘স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তারা ওই ব্যক্তিকে প্রথম দেখতে পায়। তাকে নামাতে তার সঙ্গে কথোপকথন চালান দেশটির ফায়ার বিগ্রেডের কর্মীরা। সেখানে তিনি তাদের বলেন, তিনি তার শর্তে নামবেন। ওই কর্মীরা তার সঙ্গে কথা বলার জন্য একটি ক্রেনে উঠেছিলেন এবং মধ্যরাতে বিগ বেন থেকে অনুপ্রবেশকারী অবশেষে চেরি পিকারে নেমে আসে।’
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আমার দিকে আসেন, তবে আপনি আমাকে বিপদে ফেলছেন, আর আমি আরও ওপরে উঠব।’
তিনি নিজের এই টাওয়ার বেয়ে ওঠার দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন এবং জানান, তিনি ‘পুলিশ নিপীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার’ বিরুদ্ধে প্রতিবাদ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, ‘ওই ব্যক্তি সেখানে উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। ফিলিস্তিনকে মুক্ত করো (ফ্রি প্যালেস্টাইন) স্লোগান দিয়েছেন।’
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের সড়কও।
ঘটনাটি দেখতে পার্লামেন্ট স্কোয়ারের নিচে বহু মানুষ জড়ো হয়, আর নিরাপত্তাজনিত কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজের উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ জানায়, ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।
