রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে। এ সময় চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর ‘বিধ্বংসী’ অর্থনৈতিক শাস্তি আরোপের হুমকিও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে আতিথ্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন এটি (যুদ্ধবিরতি) রাশিয়ার ওপর নির্ভর করছে। উভয় পক্ষের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখব। আমরা যখন এই কথা বলছি তখন মার্কিন প্রতিনিধিরা (আলোচনার জন্য) এখন রাশিয়ায় যাচ্ছে। এবং আশা করি, আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব। যদি আমরা এটি করতে পারি, তাহলে ভয়াবহ রক্তপাতের অবসান ঘটানোর ৮০ শতাংশ পথ পাড়ি দেওয়া হবে।
বিপরীত কিছু হলে আগাম হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার ওপর “বিধ্বংসী” অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে।
মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, এমন কিছু কাজ আছে যা আপনি করতে পারেন যা আর্থিক দিক থেকে সুখকর হবে না। আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। আমি তা করতে চাই না, কারণ আমি শান্তি পেতে চাই। আমরা হয়তো কিছু করার কাছাকাছি চলে আসছি।
এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদলের সাথে আলোচনার পর ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। এটাকে ট্রাম্প “সম্পূর্ণ যুদ্ধবিরতি” বলে উল্লেখ করেছেন। সূত্র: আনাদোলু।
পাকিস্তানে ট্রেনের সব যাত্রী উদ্ধার, ২৮ সেনা নিহত
রাখাইনে ‘মানবিক করিডর’ দিতে বাংলাদেশকে ফোর্টিফাই রাইটসের আহ্বান