ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইমরান খানের স্ত্রী বুশরাকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে সাব জেলে অ্যাসিড মেশানো খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

তোশাখানা মামলায় বর্তমানে ইমরান-বুশরা দম্পতির বানিগালা বাসভবনে রয়েছেন বুশরা। এই দম্পতির সাজা দেওয়ার পর বাড়িটি সাব জেল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পিটিআইর আইনজীবী ও বুশরার মুখপাত্র মাশাল ইউসুফজাই এক্সে পোস্ট করে লিখেছেন, বুশরার সঙ্গে তার পরিবার ও ইমরানের বোন এবং পিটিআইর লিগ্যাল টিম দেখা করেছে। 

বুশরা জানিয়েছেন, তার খাবারে অ্যাসিড জাতীয় কিছু মেশানো হয়েছে। যে কারণে গত ৫ দিন ধরে তার প্রচণ্ড ব্যথা হয়েছে। তার গলা ও মুখে প্রচণ্ড ক্ষত হয়েছে। তিনি এখন চা অথবা পানিতে চুবিয়ে টোস্ট বিস্কিট ছাড়া কিছুই খেতে পারছেন না।

মাশাল ইউসুফজাই উদ্বেগ প্রকাশ করে বলেন, বুশরা বিবির জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব তার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

FI/SA
আরও পড়ুন