ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাঞ্জাবে ইমরানের অকল্পনীয় উত্থান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে মধ্য-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে। দীর্ঘদিন ধরেই এখানকার নেতৃত্বে ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পূর্বের সব চিত্র পাল্টে দিয়েছে দেশটিতে অনুষ্ঠিত ৮ ফেব্রুয়ারির নির্বাচন। চরম দমন-পীড়নের মধ্যেই প্রদেশটিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের অভাবনীয় উত্থান ঘটেছে সেখানে।

পিটিআইয়ের এমন জয়ে স্বয়ং নওয়াজের দলের নেতারাই বিস্মিত। এদিকে পিটিআই বলছে, তরুণ ভোটাররা সেনাবাহিনী আর পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখিয়েছেন। দলটির সিনিয়র সদস্য হাম্মাদ আজহার বলেন, এই নির্বাচনে প্রজন্মগত পরিবর্তন হয়েছে।

নওয়াজের দলের সিনেটর মুশাহিদ হুসেন বলেছেন, এই নির্বাচন জাতীয় রাজনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছে। পিটিআইয়ে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে পিএমএল-এনকে অবশ্যই দলের প্রথাগত রাজনীতিকে বিদায় জানিয়ে সংস্কার শুরু করতে হবে।

পিএমএল-এনের সিনিয়র এক সদস্য স্বীকার করেছেন, জাতীয় পরিষদে বৃহত্তম একক দল হবে পিটিআই। এটা স্পষ্ট, জনগণ সব চাপ সত্ত্বেও পিটিআইকে ভোট দিয়েছে।

সরকার গঠনের আগেই পিএমএল-এন ও এর জোটসঙ্গীদের বেশ দুর্বল দেখাচ্ছে। পিটিআইয়ের জনসমর্থনই ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

SN/FI
আরও পড়ুন