ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর বিধানসভার চারটি আসনের উপনির্বাচনেও জিততে চলেছে মমতার তৃণমূল। তৃণমূলের দখলে ছিল কলকাতার মানিকতলা আসন। বিজেপির দখলে থাকা তিনটি আসন হচ্ছে- নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। তবে এবার চারটি আসনই তৃণমূলের দখলে চলে যাচ্ছে।
প্রার্থীর মৃত্যু ও লোকসভায় নির্বাচন করার কারণে এই চারটি আসন শূন্য হয়। সেই চার আসনের উপনির্বাচনে ভোট হয়েছে বুধবার (১০ জুলাই)।
শনিবার (১৩ জুলাই) সকালে সেই চার আসনেই ভোট গণনা শুরু হয়েছে। সর্বশেষ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে, চার আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। ফলে এবার এই উপনির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে জিততে চলেছে তৃণমূল।
সর্বশেষ খবরে জানা গেছে, রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৭ হাজার ৬টি ভোট পেয়েছেন, বাগদায় মধুপর্ণা ঠাকুর প্রায় ৩৪ হাজার ভোটে জিতেছেন, মানিকতলায় সুপ্তি পান্ডে ৬২ হাজার ৩১২ ভোটে পেয়েছেন এবং রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিপুল ভোটে এগিয়ে আছেন।
এখন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় তৃণমূলের আসন ২১১। জিতলে সেই আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২১৪। আর বিজেপির আসন সংখ্যা আরও কমে ৭৪–এ দাঁড়াবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ আসন রয়েছে। ২০২১ সালে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। এই প্রতিবেদন লেখার সময় ওই চার আসনে ভোট গণনা শেষ পর্যায় রয়েছে। তবে ইতিমধ্যে ওই চার আসনের তৃণমূল সমর্থকেরা বিজয় উদ্যাপন শুরু করেছেন।
