ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইমরানের বিক্ষোভ ঘোষণা

ইসলামাবাদে দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি

২৪ নভেম্বর দেশে বিক্ষোভ পালনের জন্য সাধারণ মানুষের উদ্দেশে ‘শেষ আহ্বান’ জানিয়েছেন ইমরান।

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

দফায় দফায় বিক্ষোভ-সমাবেশের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দু’মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে, কারাবন্দি অবস্থাতেই ইসলামাবাদসহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। খবর দ্য ডন অনলাইন’র।

ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরফের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের এক শ্রেণির লোক বেআইনি সমাবেশ করতে চলেছে। যার ফলে সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হতে পারে। এই আশঙ্কা থেকেই রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে, ইমরানের অভিযোগ, তার দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনে জনাদেশও বদলানো, সংবিধানের ২৬তম সংশোধনীসহ বেশ কয়েকটি ইস্যুতে ২৪ নভেম্বর দেশে বিক্ষোভ পালনের জন্য সাধারণ মানুষের উদ্দেশে ‘শেষ আহ্বান’ জানিয়েছেন ইমরান।

এদিকে, টানা দু’মাসের ১৪৪ ধারা জারি করায় ২৪ নভেম্বরে ইমরানের কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কারাবন্দি ইমরান তার আইনজীবীদের মাধ্যমে ২৪ নভেম্বরের ওই কর্মসূচি ঘোষণা করেছেন। দলের কর্মসূচি নিয়ে ইমরানের এক্স হ্যান্ডলে একটি পোস্টও করা হয়েছে।

আরও পড়ুন