ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে ১১০

শিয়া মুসলামানদের  গাড়ী বহরে বন্দুকধারীর হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হওয়ার পর  শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। পাাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

পাকিস্তানের কুররাম জেলায়  সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৫২ জন।  আটদিন দিন ধরে চলা সুন্নি ও শিয়া  সহিংসতার জেরে পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক  বন্ধ রয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিততে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ রাখায় স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। খবর জিও নিউজ’র।

শিয়া মুসলামানদের  গাড়ী বহরে বন্দুকধারীর হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হওয়ার পর  শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। পাাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

 এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ নিষিদ্ধ করতে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য রানা মুহাম্মদ ফাইয়াজ প্রস্তাবটি পেশ করেন।


ওই প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, রাজনৈতিক দলের নামে পিটিআই অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রস্তাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্যও ইমরান খানের দলের  বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অপর দিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তাঁ স্ত্রীসহ দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা হয়েছে। ইসলামাবাদ পুলিশের পক্ষে গত বুধবার বিভিন্ন থানায় এ মামলা করা হয়।  এসব মামলায় সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনের রাজনীতি  মুক্ত এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলা   করে। 

 

SR
আরও পড়ুন