ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে শিয়া গাড়ি বহরে গুলি, নিহত ৩৮

গেল সপ্তাহে দুটি হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হওয়ার পর এবার হামলা হল বেসামরিকদের ওপর।

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে বেসামরিক শিয়াদের দুটি গাড়ি বহরে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৯ জন ।

পুলিশের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার কুররাম অঞ্চলের ওচাট এলাকায় এ ঘটনা ঘটে ।

গেল সপ্তাহে দুটি হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হওয়ার পর এবার হামলা হল বেসামরিকদের ওপর।

আহমাদি শাহ পুলিশ স্টেশনের কর্মকর্তা কলিম জানিয়েছেন, হামলায় তিন নারীসহ ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

কুররামের ডিসি জাভেউল্লাহ মেহসুদ বলেছেন, অতীতের হামলাগুলো সাম্প্রদায়িক হলেও এখন বেসামরিকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাই সন্ত্রাসবাদকে উড়িয়ে দেওয়া যায় না। কুররামে স্থানীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে ভূমি নিয়েও বিরোধ রয়েছে।

প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করেছেন, এক বিবৃতিতে বাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ঘটনার নিন্দা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি।

AHA
আরও পড়ুন