ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার প্রিয়াঙ্কার কাঁধে ঝোলানো ব্যাগে ‘বাংলাদেশ’!

বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ এএম

প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ-বিতর্কে এবার নতুন সংযোজন বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার (১৬ ডিসেম্বর) ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন তিনি। এবার তার ব্যাগে জায়গা পেল বাংলাদেশে সংখ্যালঘুদের প্রসঙ্গ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

সোমবার সংসদে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে বিজেপি। তবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার ব্যাগে জায়গা প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা।

ঘিয়ে রঙের একটি ব্যাগ। তাতে উপরে লেখা, ‘বাংলাদেশ’। তার নিচে লেখা, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।’

প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সংসদ সদস্যরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান।

এদিকে, সোমবারও সংসদে বাংলাদেশ নিয়ে মুখর ছিলেন প্রিয়াঙ্কা। বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি।

এদিন তিনি দাবি করে বলেন, ‘আজ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন চলছে। লাগাতার আক্রান্ত হচ্ছেন হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ।’

এরপরই প্রিয়াঙ্কা দাবি তোলেন, ‘এবার সময়ে এসেছে- ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেয়ার।’ একইসাথে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন থামাতে মূলত দুটি দাবি উত্থাপন করেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, ‘প্রথমত- ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত- ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে কথা বলে অনাচার ও অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন