প্রতাবেশী দেশ ভারতের বেঙ্গালুরু, গুজরাটের পর এবার কলকাতায় হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হল ছয় মাসের শিশু। খবর আজকাল ডট ইন।
যদিও মঙ্গলবার (৭ জানুয়ারি) শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি এখন সুস্থ রয়েছে। এর আগে বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে ওই শিশু হাসপাতালে ভর্তি হয়।
করোনা ভাইরাসের পর এইচএমপিভি এখন দক্ষিণ এশিয়ায় নতুন করে আতংক ছড়াচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকমাস আগে এইচএমপিভি-তে শিশুটি আক্রান্ত হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয় ৬মাস বয়সী ওই শিশুকে। এখন সে সম্পূর্ণ সুস্থ।
বেঙ্গালুরুতে তিন মাসের ও আট মাসের দুই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের সন্ধান মিলেছে। একটি বেসরকারি হাসপাতালে ওই দুই শিশুর চিকিৎসা চলছে।
এর কয়েকঘণ্টা পরে সামনে আসে গুজরাটেও এক শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস আক্রন্তের খবর। ফলে সোমবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে আতঙ্ক।
২০০১ সালে প্রথম আবিষ্কার হয় হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি। চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন।
গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চীনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫।
