ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাশ্মিরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাঁদছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে এসেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেটে যাওয়া যায়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

অবশ্য হামলার খবর পেয়েই অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে বেঠকে বসেন। যেখানে গোয়েন্দা প্রধান তপন ডেকাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেন।

হামলার পর সেখানে অপরাধীদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে মনোজ সিনহা বলেন, পাহালগামে এই নৃশংস হামলায় জড়িতদের চরম মূল্য দিতে হবে।

AA/AHA
আরও পড়ুন