ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুয়ানতানে যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে একটি এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স জানিয়েছে, ককপিটে দুজন পাইলট ছিলেন এবং তারা নিরাপদে বেরিয়ে এসেছেন। তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চেকআপের জন্য নেওয়া হয়েছে। বাহিনী জনসাধারণকে অনুমান বা অযাচাইকৃত প্রতিবেদন না ছড়ানোর জন্য অনুরোধ করেছে।

পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমানও নিশ্চিত করেছেন, পাইলট দুজনেই নিরাপদে আছেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় উড্ডয়ের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মালয়েশিয়ান এয়ার ফোর্সের বহরে ১৯৯৭ সালে যুক্ত আটটি টুইন-ইঞ্জিনযুক্ত এফ/এ-১৮ডি হর্নেট রয়েছে।

RF/AHA
আরও পড়ুন