ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ার পানের বয়সসীমা কমাতে চায় দিল্লি সরকার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

ভারতের দিল্লি সরকার বিয়ার পান করার আইনি বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার পরিকল্পনা করছে। কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপে অবৈধ মদ বিক্রি কমবে এবং সরকারের রাজস্ব সুরক্ষিত থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সরকারি সূত্র জানায়, চলতি সপ্তাহে দিল্লির আবগারি নীতি পর্যালোচনার উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব আলোচিত হয়েছে। বর্তমানে দিল্লিতে বিয়ার পানের বয়সসীমা ২৫ হলেও পার্শ্ববর্তী নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ ও ফারিদাবাদে এই সীমা ২১ বছর। ফলে দিল্লির আইনকে প্রতিবেশী রাজ্যের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি নকল ও অনিরাপদ মদের বাজার নিয়ন্ত্রণ করাই এ উদ্যোগের লক্ষ্য।

এক কর্মকর্তা বলেন, আইন ভেঙে বয়সসীমার বাইরে মদ খেলে দিল্লি আবগারি আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এবারের লক্ষ্য বিক্রিতে আধুনিকায়ন আনা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

এদিকে দিল্লি সরকার মদ বিক্রির কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে। প্রস্তাবিত মডেলে সরকারি দোকানের পাশাপাশি বেসরকারি খাতকেও মদ বিক্রির সুযোগ দেওয়া হতে পারে। বর্তমানে কেবল সরকারি প্রতিষ্ঠানগুলোই এই দোকান পরিচালনা করে।

পিডব্লিউডি মন্ত্রী পারভেশ ভার্মার নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে মদ শিল্পের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শুরু করেছে। কমিটি এমন উপায় খুঁজছে, যাতে দেশি-বিদেশি প্রিমিয়াম ব্র্যান্ডের মদ সহজলভ্য হয়। সংকট দেখা দিলে এখনো অনেক দিল্লিবাসীকে পার্শ্ববর্তী রাজ্যে যেতে হয়।

অন্যদিকে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মদের দোকান সীমিত করে শপিংমল ও বাণিজ্যিক কমপ্লেক্সে দোকান খোলার প্রস্তাবও আলোচনায় রয়েছে।

বর্তমানে দিল্লির চারটি সরকারি করপোরেশন মদের দোকান পরিচালনা করে। প্রতিটি প্রতিষ্ঠান দেশি মদের বোতলপ্রতি ৫০ রুপি এবং বিদেশি মদের বোতলপ্রতি ১০০ রুপি নির্দিষ্ট মুনাফা পেয়ে থাকে।

NB/AHA
আরও পড়ুন