ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম

পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) জাপানে পৌঁচেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন। 

বৈঠকে ট্রাম্প তাকাইচির দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন এবং তার সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারকে স্বাগত জানান।

রয়টার্সের বরাতে জানা গেছে, তাকাইচি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি প্যাকেজ উপস্থাপন করবেন যেখানে জাহাজ নির্মাণ, মার্কিন সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক কেনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

জাপানি টেলিভিশন এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচি বৈঠকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার পরিকল্পনার কথাও জানাবেন। বিভিন্ন দেশের নেতাদের মতো তাকাইচিও এই উদ্যোগ নিতে যাচ্ছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়েছে গণমাধ্যমটি।

তাকাইচির এসব উদ্যোগ ট্রাম্পের সম্ভাব্য দাবি, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে জাপানের প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়ানোর প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে তাকাইচি ঘোষণা দেন, দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবেন তিনি।

বৈঠকের শুরুতে দুজন করমর্দন করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘এটা একদম শক্তিশালী হ্যান্ডশেক।’ টোকিওর আকাশাকা প্রাসাদে ছবি তোলার পর দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়। তারা প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের কথাও স্মরণ করেন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একসঙ্গে গলফ খেলায় ঘন্টার পর ঘন্টা কাটাতেন।

ট্রাম্প বলেন, ‘শিনজো ও অন্যদের কাছ থেকে যা শুনেছি, আপনি হবেন অন্যতম সেরা প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার জন্যও অভিনন্দন জানাই—এটা বিশাল অর্জন।’

তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনার প্রশংসা করেন। জবাবে তাকাইচি বলেন, কম্বোডিয়া–থাইল্যান্ড ও ইসরায়েল–ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে ট্রাম্পের ভূমিকা ছিল “অভূতপূর্ব সাফল্য”।

২০২২ সালে মারা যাওয়া আবের সঙ্গে সবশেষ ২০১৯ সালে সাক্ষাৎ করতে জাপানের একটি অলঙ্কৃত প্রাসাদে গিয়েছিলেন। এবারের সফরে সোমবার ইম্পেরিয়াল প্যালেসে জাপানি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাতের পরপরই ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।

AHA
আরও পড়ুন