ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে হেলমেট না পরায় এক স্কুটারচালককে প্রাথমিকভাবে প্রায় ২১ লাখ রুপি জরিমানা করা হয়েছে বলে খবর আসে। চালকের স্কুটারের দাম মাত্র এক লাখ রুপি হওয়ায় বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। পরে জানা যায়, এটি পুলিশের একটি ভুল; আসল জরিমানার পরিমাণ মাত্র ৪ হাজার রুপি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) মুজাফফরনগরের নিউ মাণ্ডি এলাকায়। স্থানীয় যুবক অনমোল সিংহল হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিলেন এবং প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে ছিল না। ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে স্কুটার জব্দ করে এবং চালান ইস্যু করে। চালানে জরিমানার অঙ্ক লেখা ছিল ২০ লাখ ৭৪ হাজার রুপি।
বিরাট অঙ্ক দেখে অনমোল চালানের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর পুলিশ চালানটি সংশোধন করে।
মুজাফফরনগর ট্রাফিক পুলিশের পুলিশ সুপার অতুল চৌবে জানান, সাব-ইনস্পেক্টরের ভুলের কারণে চালানে ‘MV Act’ উল্লেখ না থাকায় ২০৭ ও ৪০০০ একত্রিত হয়ে ভুলবশত ২০ লাখ ৭৪ হাজার লেখা হয়। প্রকৃত জরিমানার পরিমাণ ছিল মাত্র ৪ হাজার রুপি।
মোটরযান আইনের ২০৭ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ যে কোনো যানবাহন জব্দ করতে পারে।
সূত্র: এনডিটিভি
ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে বিভেদ চায় না
‘বন্দে মাতরম’ বিতর্কে ভারতের রাজনীতি উত্তাল