ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষাকারী সংস্থা আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা।
বিস্ফোরণের তদন্ত এখনো চলছে। তবে এটি নাশকতামূলক হামলা ছিল কি না বা কারা লক্ষ্যবস্তু ছিলেন, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। বিস্ফোরণস্থলে তদন্তের সুবিধা ও জনসমাগম কমাতে লাল কেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।
এদিকে দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতের মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে স্থানীয় গণমাধ্যমে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়।
মার্কিন দূতাবাস ভারতে অবস্থানরত নাগরিকদের লাল কেল্লা, চাঁদনী চক এবং আশপাশের এলাকায় না যেতে ও বড় জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এছাড়া স্থানীয় মিডিয়ায় নজর রাখা এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক্স-এ লিখেছে, ‘নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (FCDO) নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
দিল্লি উত্তর জেলার ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে ইউএপিএ (Unlawful Activities Prevention Act) ও বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতা)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত এখনো চলছে এবং প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। একজন কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরিত গাড়িটি ছিল সাদা হুন্ডাই আই-২০। আহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা এই ধরনের বিস্ফোরণে অস্বাভাবিক। আমরা আত্মঘাতী হামলার সম্ভাবনাও খতিয়ে দেখছি।’
দিল্লি বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর ছবি প্রকাশ করেছে তদন্ত সংস্থা। ওই ব্যক্তি লাল কেল্লার কাছে বিস্ফোরিত সাদা হুন্ডাই আই-২০ গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত নয়জন নিহত ও ২০ জন আহত। তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
সূত্র: বিবিসি
দিল্লির বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদী
দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২
বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত