নিসাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে চাপে রাখলো শ্রীলঙ্কা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:৪৯ পিএম

গল টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে জবাব দিতে নেমে দৃঢ়তায় নিজেদের প্রমাণ করে চলেছে শ্রীলঙ্কা। আজ লাঞ্চের পর এ রিপোর্ট লেখার সময় ৫০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২০৩ রান। মূল নেতৃত্বে ওপেনার পাথুম নিসাঙ্কা, যিনি তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি-ঘরের মাঠে যা প্রথম।

বাংলাদেশের বোলারদের মধ্যে কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। অফস্পিনার নাঈম হাসান ছিলেন খরুচে, তাইজুল ইসলামের বলেও ব্যাটাররা স্বচ্ছন্দে খেলেছেন। দুই পেসার-নাহিদ রানা ও হাসান মাহমুদ-ছিলেন নিষ্প্রভ। একপর্যায়ে স্পিন আক্রমণে বদল আনতে বাধ্য হন অধিনায়ক শান্ত, এনে দেন খণ্ডকালীন বোলার মুমিনুল হককে।

নিসাঙ্কার ইনিংসটি এসেছে সাবলীলতায় ও আত্মবিশ্বাসে। ৯৯ রানে পৌঁছে যান নাহিদ রানাকে চার মেরে, এরপর সিঙ্গেল নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। এর আগের দুই সেঞ্চুরি ছিল বিদেশের মাটিতে-এই ইনিংস নিঃসন্দেহে তাঁর জন্য বিশেষ কিছু।

অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমালও তুলে নিয়েছেন ফিফটি। এটি তার ক্যারিয়ারের ৩৩তম এবং বাংলাদেশের বিপক্ষে পঞ্চম হাফ সেঞ্চুরি। তার ব্যাটও দেখাচ্ছে দৃঢ়তা, সেঞ্চুরির পথে তিনিও এগিয়ে চলেছেন।

এর আগে সকালে মাত্র ১৬ বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। ৪৮৪/৯ থেকে ৪৯৫ রানে থামে সফরকারীদের ইনিংস। শেষ উইকেটটি তুলে নেন আসিথা ফার্নান্দো, যিনি প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। মুশফিকুর রহিম, শান্ত ও লিটনের ব্যাটে ভর করেই এসেছিল বড় সংগ্রহ, কিন্তু সেটিকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।

দিন যত এগোচ্ছে- ম্যাচের পাল্লা হেলে পড়ছে শ্রীলঙ্কার দিকে। নিসাঙ্কা-চান্দিমালের অনায়াস ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলিং আক্রমণ খুঁজে ফিরছে পথ। প্রতিপক্ষ এখনও ২৯৫ রানে পিছিয়ে থাকলেও স্কোরবোর্ডে ও আত্মবিশ্বাসে শ্রীলঙ্কা এখন এগিয়ে।