প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করলো ব্রাজিল

আপডেট : ১১ জুন ২০২৫, ১১:৫৭ এএম

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র, আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে রাঙিয়ে দেন কোচের ঘরের মাঠে অভিষেক ও জন্মদিন।

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। সেই ব্যর্থতা পেছনে ফেলে আজ তারা ছিল ছন্দে। ম্যাচজুড়ে দাপট দেখিয়ে ৭৩% বল দখলে রাখে এবং নেয় ১১টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে।

আক্রমণে গতি আনতে একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। রিচার্লিসন, গেরসন ও এস্তেভাওয়ের জায়গায় মাঠে নামেন মার্তিনেল্লি, রাফিনিয়া ও কুনিয়া। আক্রমণের ধারও ছিল চোখে পড়ার মতো।

৪৪ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। রাফিনিয়ার পাস থেকে বল পেয়ে কুনিয়া এগিয়ে দেন ভিনিকে, আর তিনি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও একাধিকবার গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি।

ডিফেন্সেও ছিল দৃঢ়তা। প্যারাগুয়ে বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ভিনির একমাত্র গোলে মাঠ ছাড়ে বিজয়ী ব্রাজিল।

এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩৫। অন্যদিকে, বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে চিলি।