হাদির ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ এএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ, জুলাই ৬ ও স্বাধীনতা হল এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন। বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সবাই হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


‎এসময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জুলাই আবার আসবে ফিরে’,‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।

‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবির ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, ‘জুলাই আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক  ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের ওপর টার্গেটেড হামলা হয়েছে। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের শরীফ ওসমান হাদিরা থামবে না। একজন ওসমান হাদিকে যদি হত্যা করা হয় হাজার হাজার ওসমান হাদি জন্ম নেবে। শরিফ ওসমান হাদিদের কে গুলি করে থামানো যাবে না। কারণ, আমরা আবার সবাই হাদি হয়ে ফিরে আসবো।’ 

তিনি আরো বলেন, ‘ওসমান হাদি সেই কণ্ঠস্বর যেই কণ্ঠস্বর কথা বলে সাম্রাজ্যবাদির বিরুদ্ধে, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে। বাংলাদেশের সিংহভাগ চাঁদাবাজি হয় ঢাকা- ৮ আসনে। পরীক্ষিত দুর্নীতিবাজ ও চাদাবাজ সেই আসনে। শরিফ ওসমান হাদি সব থেকে জনপ্রিয় এবং হেভিওয়েট প্রার্থী তিনি বিজয়ের খুব কাছাকাছি। এইজন্য তাকে টার্গেট করে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দ্রুত সুস্থতা কামনা করি।’

‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবির সদস্য সচিব মুরসালিন রানা বলেন, ‘আজকে ঢাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে। এরই প্রতিবাদে আমারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি। তিনি জুলাই আন্দোলনের একজন অগ্রপথিক। হাজার হাজার শহীদের প্রাণের বিনিময়ে চব্বিশ সালের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সফল হয়েছি। তিনি ছিলেন আমাদের জুলাই আন্দোলনে শহীদদের প্রতিনিধি। তাকে দেখলে আমাদের জুলাই আন্দোলনের কথা মনে পড়ে। তাকে দেখলে আমাদের স্বাধীনতা, বিজয় ও দেশপ্রেম জাগ্রত হয়। সন্ত্রাসীরা সেই ওসমান হাদি ভাইকে মাথা বরাবর গুলি করেছে। এরকম সন্ত্রাসী কার্যক্রম চব্বিশ পরবর্তী সময় হতে পারে না। এই আঘাত শুধু ওসমান হাদি ভাইকে করা হয় নাই, মেধা, স্বাধীনতা এবং আমাদের দেশপ্রেমকে আঘাত করেছে।’

HN