তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নাগরিক অধিকারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে তিনি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এসময় তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমান আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন। সবকিছু ঠিক থাকলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এনআইডি হাতে পাবেন।

এনআইডি নিবন্ধন শেষে তারেক রহমান ধানমন্ডিতে তার শ্বশুরবাড়ি 'মাহবুব ভবন'-এ যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

এর আগে, আজ সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি পাশেই শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেলে তিনি দীর্ঘ ১৯ বছর পর তার বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘদিন পর তার এই দেশে ফেরা এবং সরাসরি সাংগঠনিক ও নাগরিক কার্যক্রমে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

DR
আরও পড়ুন