মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
রিটার্নিং অফিসার জানান, কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্রে তথ্যের গড়মিল পাওয়া গেছে। একই কারণে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া মামলা সংক্রান্ত তথ্য গড়মিলের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে বিএনপির মো. কামরুজ্জামান (রতন), ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির এ এফ এম আরিফ উজ্জামান দিদার, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মুন্সিগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বগুড়া ৩টি আসনে ১২ প্রার্থী বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল
হাসনাত আবদুল্লাহর মনোনয়পত্র বৈধ ঘোষণা
টাঙ্গাইলে প্রথম ধাপে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
মিরসরাইয়ে মনোনয়ন সাত জনের বৈধ, বাতিল তিনজন