সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজার সংকট নিরসনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টায় জ্বালানি সচিবের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক আছে। কী কী করতে হবে সব বলে দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) রাতে জ্বালানি খাত সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা। বৈঠকে এলপিজি সিলিন্ডার যাতে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
আজ চলতি মাসের এলপিজির মূল্য ঘোষণা 