জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়া হলেও সেখানে উপস্থিত ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হওয়া ধোঁয়াশা ও নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার (১৬ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনী সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩ আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াতসহ ১১ দলীয় জোট। তবে ওই সভায় ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি অংশ নেয়নি। ইসলামী আন্দোলনের আজকের সংবাদ সম্মেলন থেকে জানা যাবে তারা এককভাবে নির্বাচনে লড়বে নাকি অন্য কোনো মেরুকরণে যুক্ত হবে।

DR/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত