নির্বাচনি জনসভার মঞ্চে তারেক রহমান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন।

তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই মাঠজুড়ে উপস্থিত লাখো নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল। এসময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান এবং নেতাকর্মীরাও তাকে হাত তুলে স্বাগত জানান।

জনসভা মঞ্চে ওঠার আগে আজ সকালে তারেক রহমান ‘হোটেল গ্র্যান্ড সিলেট’-এ দলের তরুণ নেতাকর্মীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভার শুরু থেকেই স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।

উল্লেখ্য, এই জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই সিলেটে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলাগুলো থেকে ব্যানার-ফেস্টুনসহ বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাগুলোতেও মানুষের ঢল নেমেছে।

DR/AHA
আরও পড়ুন