শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও রামপুসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুলা প্রতি কেজি ৪০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শীতের অন্যতম প্রিয় সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং শিম মানভেদে ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৬০ টাকা এবং টমেটো প্রতি কেজি ৮০ টাকায় পৌঁছেছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা শান্ত আহমদ বলেন, ‘পুরো শীত মৌসুমে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে। প্রতিটা সবজিতে ১০-২০ টাকা বাড়তি। বাজার মনিটরিং জোরদার করা না হলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে।’
আরেক ক্রেতা সুলতান সোহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কয়েকদিন আগেই যে ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ তা ৫০ টাকা চাচ্ছে।’
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে রামপুরা বাজারের বিক্রেতারা জানান, শীতের ভরা মৌসুম এখন শেষের দিকে। বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।
উল্লেখ্য যে, শুধু সবজি নয়, আসন্ন রোজাকে সামনে রেখে চাল, ডাল, চিনি ও মুরগির দামও কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরও ৫৭ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে
বাণিজ্য মেলায় নজর কাড়ছে পাট পণ্য
