জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ‘ই-ভ্যাট সিস্টেম’ (e-VAT System) আধুনিকায়ন বা আপগ্রেডেশন কার্যক্রমের কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (২৮ জানুয়ারি) এনবিআরের ই-ভ্যাট ইউনিট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভ্যাট সিস্টেমে নতুন ফিচার যুক্ত করা এবং বিভিন্ন ফর্ম সংস্কারের লক্ষ্যে আজ ২৯ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ের পর সিস্টেমটি পুনরায় স্বাভাবিক হবে।
এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।
এছাড়া ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোড করা যাবে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হবে। সফলভাবে ডাটা সাবমিট বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি জেনারেট হবে।
একই সঙ্গে মাস্টার ডাটা লিস্ট ফাংশনালিটিতে ‘ফুল ভ্যাট অফিস নেম’ ফিল্ড যুক্ত করে সম্পূর্ণ তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। মুসক-৯.১ ও মুসক-৯.২ এমসিএফ ফর্মেও হালনাগাদ আনা হবে, যেখানে ডকুমেন্ট তালিকায় ‘এনি আদার ডকুমেন্টস’ যুক্ত করা হবে। হার্ড কপি রিটার্ন সাবমিশন কনফার্মেশনের মাধ্যমে কোনো কর মেয়াদ অনুমোদিত হলে এটি বাধ্যতামূলক হবে। পাশাপাশি ই-মেইল ও নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রে ডিডিও ইউজার আইডির ভূমিকা যাচাইয়ের ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।
দেশের বাজারে সোনার দামে আবারও নতুন রেকর্ড
সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা
ব্যাংক ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
