গতকাল ঘোষণা করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’ এর বিজয়ীদের নাম। এবারের আসরে আলোচনার কেন্দ্রে ছিল সুপারস্টার শাকিব খানের অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি ২৮টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করলেও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবারও শাকিব খানের হাতে ওঠেনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান সর্বশেষ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননা পান ২০১৭ সালের চলচ্চিত্র ‘সত্তা’-র জন্য। সোহানী হোসেনের গল্পে এবং হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এই সিনেমায় পাওলি দামের বিপরীতে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান। যদিও সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পায়, তবে ২০১৯ সালে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
এখন পর্যন্ত শাকিব খান মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার মাধ্যমে প্রথমবার এই রাষ্ট্রীয় স্বীকৃতি পান তিনি। এরপর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত শাহীন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার অর্জন করেন।
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা আসে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার মাধ্যমে। একজন সুপারস্টারের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই রোমান্টিক চলচ্চিত্রে নিজের নামেই চরিত্রে অভিনয় করেন শাকিব খান।
সবশেষ ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার মাধ্যমে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। এরপর গত ছয় বছর ধরে জাতীয় পর্যায়ে কোনো ব্যক্তিগত পুরস্কার তাঁর ঝুলিতে যোগ হয়নি।
কাজের দিক থেকে শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়া গত বছরের শেষ দিকে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে শ্রীলঙ্কায় নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’এর শুটিংয়ে ব্যস্ত এই ঢালিউড সুপারস্টার।
স্ত্রীর সঙ্গে অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি
আজ জহির রায়হানের অন্তর্ধানবার্ষিকী
