ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক সচিব ভুঁইয়া শফিকুল ইসলামসহ গ্রেপ্তার ৭

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

রাজধানীর বিভিন্ন জায়গার পাশাপাশি পটুয়াখালী থেকে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এদিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকি ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

MMS
আরও পড়ুন