ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘প্রতি উপজেলায় নির্মাণ হবে মিনি স্টেডিয়াম’

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৪:৩৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি: দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রোববার (৪ জুন) টাঙ্গাইল জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম পর্যায় আমরা ১২৬টি স্টেডিয়াম করেছি। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এছাড়াও ঢাকার আশেপাশে জেলাগুলোতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হবে শিগগিরই।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

AS
আরও পড়ুন