ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষককে পবিত্র কোরআন উপহার দিলেন রিজওয়ান

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৬:০৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেট রক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ানকে আমন্ত্রণ জানিয়েছিল হার্ভার্ড বিজনেস স্কুল। সেখানকার ছাত্রদের পাশে বসে পড়াশোনা করলেন তাঁরা। যদিও মাত্র চার দিন পড়ার সুযোগ পেয়েছিলেন তারা, তবে সময় নষ্ট করেননি। নিজেরা শেখার পাশাপাশি পাকিস্তানের দুই ক্রিকেটার সহপাঠীদের উৎসাহিত করেছেন।

দুই পাক ক্রিকেটারকে হার্ভার্ড বিজনেস স্কুল কর্তৃপক্ষ তাঁদের ‘এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম’ কর্মশালায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বাবর এবং রিজওয়ানের আগে কোনও ক্রিকেটার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন আমন্ত্রণ পাননি। ৩১ মে থেকে ৩ জুন ম্যাসাচুসেটসের বোস্টনে কর্মশালাটি আয়োজিত হয়েছে। এমন কর্মশালায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবর লিখেছেন, ‘‘বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী কিছু চিন্তাশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সঙ্গে দেখা হল।’’ রিজওয়ান কর্মশালা শেষে এক শিক্ষকের হাতে তুলে দিয়েছেন পবিত্র কোরআন।

দুই পাক ক্রিকেটার বেশ কয়েকজন সহপাঠীকে পেশা হিসাবে ক্রিকেটকে বেছে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। বাবরদের সঙ্গে কথা বলার পর এক ছাত্রী বাবরের সঙ্গে ছবি দিয়ে জানিয়েছেন, তিনি ক্রিকেটার হতে চান। ক্লাসে দুই আন্তর্জাতিক ক্রিকেটারকে পেয়ে খুশি তাঁরাও।

বাবর এবং রিজওয়ানের আগে কোনও ক্রিকেটার এই কর্মশালায় যোগ না দিলেও সফল ক্রীড়াবিদদের অনেকেই যোগ দিয়েছেন অতীতে। অলিভার কান, জেরার্ড পিকে, কাকার মতো ফুটবলার বা এনবিএ তারকা ক্রিস পল, পল গসোলের মতো ক্রীড়াবিদরা হার্ভার্ড বিজনেস স্কুলের এই কর্মশালায় যোগ দিয়েছেন।

SH
আরও পড়ুন