ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুষ্পা ২: দ্য রুল সিনেমা মুক্তির সম্ভাব্য তারিখ?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

বিনোদন ডেস্ক: ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এ খবর জানিয়েছেন।

সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়, দিনটা মনে রেখে দেবেন, ২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা। বক্স অফিস দখল করতে আসছে পুষ্পা ২: দ্য রুল।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। অল্লু অর্জুন অভিনীত এই সিনেমা নজর কেড়েছিল দর্শকের। এর মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু। শুধু তাই নয়, সিনেমাটির কারণে জাতীয় পুরস্কার পান তিনি। ভারতের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই সিনেমা। 

এরপর থেকেই ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই সিনেমা। 

সূত্র: এবিপি।

NC
আরও পড়ুন