ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গত ৩ নির্বাচন প্রহসনের, মানুষ ভোট দিতে পারেনি: নতুন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ আসবে। সেসব মোকাবেলা করে কাজ করতে হবে। এসময় নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সকল দল সুষ্ঠু নির্বাচন চায়। কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট থেকে পরামর্শ আসবে। সবাই মিলে সব সংকট সমাধান করবো।

ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংস্কার শেষ করতে হবে। সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে তত নির্বাচনের কাজ এগিয়ে নেয়া যাবে।

তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এ সময় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

AS
আরও পড়ুন